হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের নামা টানপাড়ায় এ ঘটনা ঘটে। 

আটক যুবকদ্বয় হলেন কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্ৰামের মো. মনির হোসেনের ছেলে আবু নাসিম (৩৫) এবং তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্ৰামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. আশিক (২৮)। 

এলাকাবাসী সঞ্জীব ঘোষ বাবু বলেন, রাত ২টার দিকে পাশে এক বাড়িতে পূজা হচ্ছিল। এলাকার প্রায় সবাই ওইখানে চলে গেছে। হঠাৎ করে খবর আসে এলাকায় কিছু লোক ঢুকেছে। পরে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অতীন্দ্র পালের গোয়ালঘরের পাশে এসে দুজনকে পাওয়া যায়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির কথা স্বীকার করেন। এরই মধ্যে এলাকার কয়েকজন তাঁদের মারধর করে। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানালে ভোরের দিকে দুজনকে থানায় নিয়ে যায়। 

জাহিদ নামে আরেক স্থানীয় বাসিন্দা জানান, বর্তমানে কৃষকের ভয়ংকর আতঙ্ক গৃহপালিত পশু গরু চোর। এলাকাবাসী মিলে দুজনকে ধরতে পেরেছে। বাকিরা পালিয়ে গেছে। দুজনের কাছ থেকে কাটার এবং বিভিন্ন ধরনের মলমজাতীয় জিনিস পাওয়া গেছে। 

আটক আবু নাসিমের বাবা মো. মনির হোসেনের বলেন, ‘আমার ছেলে তার পরিবার নিয়ে আড়াল এলাকায় থাকে। ওইখানে সে বসবাস করে। যেখানে চুরির ঘটনা ঘটেছে, এটা তারই পাশে। ঘটনার রাতে পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে চোর সন্দেহের ধাওয়া দেয়। সে ভয়ে দৌড় দিলে এলাকাবাসী ধরে তাকে মারধর করে পুলিশে দেয়।’ 

কাপাসিয়া থানার উপপরিদর্শক তপন চন্দ্র বাকালি বলেন, এলাকাবাসী চোর সন্দেহে দুজনকে আটক করে। দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০