গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের ব্যানার-পোস্টার পুড়ে গেছে। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় অফিসের অন্তত ২৫টি প্লাস্টিকের চেয়ার চুরি হয়েছে। খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. সুলাইমান হক বলেন, ‘রাত ১২টার দিকে অফিস থেকে নির্বাচনী কার্যক্রম শেষ করে নেতা-কর্মীরা যে যাঁর বাড়ি চলে যান। সকাল ৮টার দিকে এসে দেখা যায় আগুনে অফিসের সবকিছু পুড়ে গেছে। অফিসের ব্যবহৃত প্লাস্টিকের ২৫টি চেয়ার নেই। আমরা ধারণা করছি, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা অফিসে আগুন দিয়ে চেয়ার নিয়ে গেছে। বিষয়টি পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।