গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্ত্যক্ত ও অশোভন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার ছাত্রকে বহিষ্কার করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
রোববার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এর আগে গত বুধবার বহিষ্কার হওয়া চারজন হলো রিফাত, অমিত, সাগর ও কাওসার। তারা চারজনই তেলিহাটি ইউনিয়নের দশম শ্রেণির ছাত্র।
তেলিহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী মনসুর মানিকের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রকাশ্যে ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করে এবং সেই অশোভন কর্মকাণ্ড মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার ক্ষেত্রে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ছাত্রছাত্রীদের নৈতিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর অভিযুক্ত চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে অভিযুক্তরা ভর্তি হয়ে পড়াশোনা না করতে পারে, সে জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে।