হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্ত্যক্তের ভিডিও ধারণ, চার ছাত্র বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্ত্যক্ত ও অশোভন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার ছাত্রকে বহিষ্কার করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এর আগে গত বুধবার বহিষ্কার হওয়া চারজন হলো রিফাত, অমিত, সাগর ও কাওসার। তারা চারজনই তেলিহাটি ইউনিয়নের দশম শ্রেণির ছাত্র।

তেলিহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী মনসুর মানিকের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রকাশ্যে ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করে এবং সেই অশোভন কর্মকাণ্ড মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার ক্ষেত্রে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ছাত্রছাত্রীদের নৈতিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর অভিযুক্ত চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে অভিযুক্তরা ভর্তি হয়ে পড়াশোনা না করতে পারে, সে জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি