হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৮)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

স্টেশনমাস্টার ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ৯৯ আপ চাপাই কমিউটার ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পৌঁছালে রেল লাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামের তিনজন ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূরুন্নবী ও মাসুদ চিকিৎসাধীন রয়েছেন।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, চাঁপাই কমিউটার ট্রেনের ছাদ থেকে তিন যাত্রী পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু