হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বকেয়ার দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান করছেন কারখানার শ্রমিকেরা

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নের ডার্ড কম্পোজিট লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা। কাজ বন্ধ করে আজ রোববার সকাল থেকেই কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান করছেন তাঁরা। অনেকেই কার্ড পাঞ্চ করে কারখানার ভেতরে এবং কিছু শ্রমিক কারখানার বাইরে অবস্থান করছে। এদিকে সকাল থেকে কারখানা ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। 

আজ রোববার বেলা ১১টার মধ্যে কারখানার মালিক উপস্থিত হয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের কথা থাকলে দুপুর ২টা পর্যন্ত কারখানায় এসে উপস্থিত হননি। 

ফিনিশিং সেকশনের শ্রমিক ফাহাদ বলেন, ‘গত ১৩ মে আন্দোলন চলাকালে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনে এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মালিকের সঙ্গে কথা বলে আমাদের জানিয়েছেন আজ সকাল ১০টার দিকে মালিক নিজে এসে শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে সমাধান দেবেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর পার হলেও মালিকের কোনো খবর নেই। এ জন্য আমরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছি।’ 

একই কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে কারখানা কর্তৃপক্ষ। আমাদের বেতন দিতে পারে না, কিন্তু শতাধিক পুলিশ তো ঠিকই দাঁড় করিয়ে রেখেছে। আমরা পুলিশকে কেন ভয় করব! আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এটা আমাদের অধিকার।’ 

কারখানার মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) ক্যাপ্টেন (অব.) আরিফ বলেন, ‘আমি এসব বিষয়ে কিছু বলতে পারব না। অসুস্থ থাকায় আমি বাসায় অবস্থান করছি।’ 

কারখানার হেড অফিসের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা বিদ্যুৎ বলেন, ‘আমি ঢাকা অফিসে বসি। আমার কাছে যেমন ম্যাসেজ আসছে সেটা হলো স্থানীয়ভাবে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, শিল্প ও থানা-পুলিশ সমন্বয়ে ১৫ থেকে ২০ জনের একটি টিম গঠন করে আজ রোববার মালিকের সঙ্গে বসার কথা রয়েছে।’ 

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘আমরা কারখানায় অবস্থান করতেছি। বেলা ১১টায় মালিক কারখানায় উপস্থিত থাকার কথা থাকলেও দুপুর পর্যন্ত উপস্থিত হয়নি। শ্রমিকেরা তাদের দাবি দাওয়া নিয়ে কারাখানা ভেতরে শান্তিপূর্ণ অবস্থান করছে। আমরা প্রশাসনের সকল পর্যায়ের প্রতিনিধি মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কারখানার ভেতরে অবস্থান করছি। মালিকের সঙ্গে কথা হচ্ছে তিনি আসলে সমস্যা সমাধান হবে।’ 

উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১১টা থেকে কারখানার সামনে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু