হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অপহরণের ১১ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী নারী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের ১১ দিন পর পাঁচ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. হাসিবুল আলম। এ সময় জোৎসনা আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোৎসনা আক্তার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চন্ডিদাসদি সোনাখালী গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জোৎসনা আক্তার আত্মীয় পরিচয়ে গত ১৯ নভেম্বর টঙ্গীর পূর্ব আরিচপুরের বেলতলা এলাকায় পান্না আক্তারের বাসায় বেড়াতে আসেন। দুই দিন পর গত ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর আরিচপুর এলাকার পান্না আক্তারের পাঁচ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চলে যান জোৎসনা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জোৎসনা বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে থাকে। পরে ২৪ নভেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। 

ঘটনার ১১ দিন পর টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন শরিফ ও পুলিশের একটি দল অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য প্রযুক্তির ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা থানার পালিগ্রাম পূর্বপাড়া থেকে গতকাল বুধবার অভিযান চালান। পরে শিশুটিকে উদ্ধার ও জোৎসনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ