হোম > সারা দেশ > গাজীপুর

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে: শিল্প পুলিশের ডিআইজি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকেরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোডের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মো. আজাদ মিয়া বলেন, ‘আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি।

‘ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। আশা করছি, এবারের ঈদের আগেই সব কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন মালিকপক্ষ।’ 

এ সময় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, পুলিশের পরিদর্শক টঙ্গী জোন মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত