হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আনোয়ার হোসেন (৬৬) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুবরণকারী কয়েদি আনোয়ার হোসেন কুমিল্লার মেঘনা থানার বড়ইয়াকান্দি এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দী ছিলেন। কারাগারে তাঁর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী নম্বর ২১০৯।

কাশিমপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ২০০৬ সালে ঢাকার মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা (নম্বর ১২ (৯) ৬) হয়। এ মামলায় বিচারিক আদালত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর ২০১৫ সালের ৯ জানুয়ারি তাঁকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জেল সুপার আরও বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। গত ৫ আগস্ট থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে কারা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
 
সুব্রত কুমার বালা বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০