হোম > সারা দেশ > গাজীপুর

৩০০ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

৩০০ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এক তরুণকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার মধ্যরাতে গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকায়। 

নিহত আরিফ হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রামের আবদুল মান্নানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন (১৯) গাজীপুর মহানগরীর বাসন চান্দনা চৌরাস্তার দিঘিরচালা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁর মা এলাকায় একটি ছোট চায়ের দোকান চালান। গতকাল সোমবার রাতে ওই এলাকায় আরিফের সঙ্গে অপর এক তরুণের ৩০০ টাকা ভাগাভাগি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই তরুণ চাপাতি দিয়ে আরিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। 

এ সময় স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আরিফ এবং অভিযুক্ত পালিয়ে যাওয়া আসামি ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক অথবা ছিনতাই করা টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব