হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। 
 
নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন (৪০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মাদকাসক্ত ছিলেন। তিনি শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক রাত হলেও বাড়ি ফিরে না আসায় তাঁর স্ত্রী আলিয়া বেগম বিষয়টি বাড়ির লোকজনকে জানালে তাঁরা এলাকায় খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আলিয়া বেগম বাড়ির দক্ষিণ পাশে কাঁঠালগাছের ডালের সঙ্গে বিল্লাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। 

ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি