হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আটকের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে। আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় তারা। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিএমপির বাসন থানার পুলিশ আটক করে। পরে রাতে তার দুই অভিভাবক থানায় এসে আর এ ধরনের অপরাধ করবে না এই মর্মে অঙ্গীকার করলে অভিভাবকদের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।’ 

‘পরে থানা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক বাসন থানায় হামলা চালিয়ে একটি পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় মহানগর পুলিশের দুজন কর্মকর্তা মাথায় আঘাত পান।’ 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বোঝানো হয়েছে। এরপর এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।’ 

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত