হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই রিকশাচালকের নাম মোশারফ করিম (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার কুড়িহাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকার জহিরুলের গ্যারেজের রিকশা চালাতেন মোশারফ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে পাগাড় এলাকায় বিবি মরিময় স্কুলের পাশে একটি মাঠে ওই রিকশাচালকের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক দুটি দলের সদস্যরাও উপস্থিত হন। মরদেহের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। তাঁর পরনে ছিল জিনস প্যান্ট ও কালো রঙের গেঞ্জি। মোশারফকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০