হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক শিক্ষক নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে নুরুল আমীন (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে কাপাসিয়ার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের জলপাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নিহত নুরুল আমীন কাপাসিয়ার টোক নগর গ্রামের মো. জয়নালের ছেলে। তিনি পাশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তাঁর দুটি সন্তান রয়েছে।

নিহতের শ্যালক মো. মাসুম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন নুরুল আমীন। জলপাইতলা পৌঁছার পর ঢাকাগামী জলসিঁড়ি এক্সপ্রেসের বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক লায়লা আখতার বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল আমীনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলচালক শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার