হোম > সারা দেশ > গাজীপুর

রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফেরা হলো না শিশু আনিশার, বাবা-মা-ভাই গুরুতর আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নিহত শিশু আনিশা। ছবি: সংগৃহীত

একটি মোটরসাইকেলে শিশুকন্যা আনিশা, ছেলে তানভীর ও স্ত্রী তানিয়াকে নিয়ে মাওনা চৌরাস্তার একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনিসুল ইসলাম আনিস। খাওয়া-দাওয়া শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা চারজনসহ ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা মেডিকেল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই আনিশার মৃত্যু হয়।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মৃত্যু হয় আনিশার।

নিহত আনিশা (৫) মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনিসুল ইসলাম আনিসের (২৮) কন্যা। গুরুতর আহত হয়েছেন আনিসুল ছাড়াও তাঁর স্ত্রী তানিয়া (২৪) ও শিশুপুত্র তানভীর (১০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১