হোম > সারা দেশ > গাজীপুর

ট্রেনে হামলাকারী ৫ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। 

র‍্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। 

একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন। 

তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট