হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। আহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি করে একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। পরে অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর দুজন অয়ন রায় ও সুদিপ দাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ