হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। আহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি করে একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। পরে অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর দুজন অয়ন রায় ও সুদিপ দাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত