হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সাংবাদিককে চাপা দেওয়া সেই ট্রাকচালকের লাইসেন্স ছিল না: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে চাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাকচালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, ট্রাকচালক আহাদ মিয়ার ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত ওজন বহন করছিল। 

গত ৪ আগস্ট গাজীপুরের কাপাসিয়ায় কোটবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতির বালুবোঝাই একটি ট্রাক সাংবাদিক মঞ্জুর হোসেনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। সাংবাদিক মঞ্জুর গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। 

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ট্রাকের ধারণ ক্ষমতা ছিল ৮ টন। কিন্তু ১৪ টন বালু বোঝাই করে গাড়িটি চালাচ্ছিলেন চালক। আহাদ গত সাত বছর মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছিলেন। তিনি মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালাচ্ছিলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বিআরটিএ যদি নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে শাস্তির ভয়ে অনেকে এ ধরনের অপরাধে জড়াবেন না।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি