হোম > সারা দেশ > গাজীপুর

কুপিয়ে তিন ভাগ করার হুমকি, ২ ঘণ্টা পর ছুরিকাঘাতে খুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নিহত স্কুলছাত্র জয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে ফুটবল মাঠে গিয়ে অস্বাভাবিক আচরণে বাধা দেওয়ার হুমকির দুই ঘণ্টা পর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলছাত্রের নাম মো. জয় হাসান (১৫)। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ও শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহত জয়ের বন্ধু সংগ্রাম বলেন, ‘বিকেল ৪টার দিকে আমরা ১৫ থেকে ১৭ জন মিলে সরকার মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। জয়ের বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় প্রতিবাদ করে। খেলা শেষে আমরা সবাই মাঠের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে অভিযুক্ত মোজাম্মেল পুনরায় মাদক সেবন করে অস্বাভাবিক আচার-আচরণ করে জুনায়েদসহ জয়কে কুপিয়ে তিন ভাগ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর আমরা সবাই পাশের সরকার মার্কেটে গেলে মোজাম্মেল এসে আমাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় আমরা ছয়জন ছিলাম। হঠাৎ করে মোজাম্মেল হক তার ভাইকে ডাক দিলে তার বড়ভাই আজিজুল একটি ধারালো ছুরি এনে মোজাম্মেলের হাতে দেয়। তাৎক্ষণিকভাবে জয়কে সজোরে একটি লাথি মেরে ফেলে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে রাত ১০টার দিকে স্থানীয় লোহাগাছ সরকার মার্কেট এলাকায় নিহত স্কুলছাত্র জয়ের সঙ্গে স্থানীয় সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাম্মেল উত্তেজিত হয়ে দৌড়ে বাড়ি থেকে ভাইয়ের মাধ্যমে ধারালো ছুরি এনে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা জয়কে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।

স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, পাশের সরকার মার্কেটে আশপাশের ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়ের বন্ধুবান্ধবসহ ১৭ জন অংশ নেন। খেলার মাঠে তাদের মধ্যে দুই দফা বাগ বিতণ্ডা হয়। এ নিয়ে রাতে জয় বাড়ির পাশে মার্কেটে গেলে ছুরিকাঘাত করে অভিযুক্ত মোজাম্মেল।

নিহত জয়ের বাবা বোরহান উদ্দিন বলেন, ‘কয়েকজন অপরাধী মাদকাসক্ত যুবক আমার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করলেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় আমার ছেলেকে অণ্ডকোষে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। আমার তরি ডুবিয়ে দেয়। আমি বিচার চাই।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০