হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, ২৩ শ্রমিক আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রমিক আন্দোলন। ফাইল ছবি

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো ও লোডিং গ্রুপের শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন বিভিন্ন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করার পর আজ মঙ্গলবার সকালে তাঁদের মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, উত্তর) মো. আকবর আলী খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের কোনো নিরপরাধ ব্যক্তি আছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক কারখানার শ্রমিকেরা। তারা প্রতিদিন কারখানা খোলার সময় সড়ক অবরোধ করে এবং রাতে অবরোধ রাতে। তা ছাড়া একই এলাকার ডোরির গ্রুপের তিনটি কারখানা গত সোমবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে ওই কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে।

সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার দুই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা একটি পোশাক কারখানায় আগুন দেয়। দিনভর আন্দোলন শেষে গতকাল রাত ১১টার দিকে শ্রমিকেরা চন্দ্র নবীনগর সড়কের অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ২৩ জনকে আটক করে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ