হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর কারাগারে বন্দীদের বিক্ষোভ, রাবার বুলেটে আহত ১৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এই বিদ্রোহ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। তাতে ১৬ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দীরা জানতে পারেন। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরাও মুক্তির দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আজকের পত্রিকাকে বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। তাতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথা, কারও চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি