হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর রেললাইনে নাশকতা: ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। 

আজ রোববার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে আয়োজন করা হয়। এতে মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের জান্নাতুল ইসলাম (২০), ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বান্দীয়া গ্রামের মেহেদী হাসান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪ নম্বর ওয়ার্ডের জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর ছায়াবিথী এলাকার শাহানুর আলম (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২), গাজীপুর মহানগরীর সদর থানাধীন মধ্য ছায়াবিধি, ২৮ নম্বর ওয়ার্ডের সোহেল রানা (৩৮)। 

গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় চিলাই ব্রিজের কাছে রেললাইন কেটে ফেলা হয়। এতে গত ১৩ ডিসেম্বর (গত বুধবার) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের এক যাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ১০ কয়েকজন গুরুতর আহত হন। 

এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় গত বৃহস্পতিবার মামলা হয়। ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন, রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়েছে।

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার