হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আটক ২ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাজীপুর মহানগরীর মৃত শেখ বাবুলের ছেলে মো. ইয়ামিন (৩৩) এবং একই এলাকার জলিল সরদারের ছেলে মো. আব্দুস সালাম (৩৪)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার এলাকায় ফারুক মিয়ার নাভিদ ভিলা নামের বাড়িটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা অস্ত্রধারী সন্ত্রাসী। উভয়েই টঙ্গীসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীর কাছে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০