হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা–পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ হ্নীলা এলাকার পূর্ব রঙ্গীখালি গ্রামের কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৯)। অপরজন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার পূর্বপাড়া গাজীপুর শিকদার মার্কেট এলাকার মৃত বাশারের ছেলে মা. হৃদয় (২২)। 

গাজীপুর মহানগরের উপপুলিশ কমিশনার মো. জাকির হাসান জানান, বুধবার দুপুর ১২টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়, মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া (মোঘরখাল) এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জিএমপির এসি রেদওয়ান আহমেদের নেতৃত্বে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খানসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপর কয়েকজন পালিয়ে যান। পরে তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা, নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ