হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে সংঘর্ষ: ১৫০০ শ্রমিকের নামে পুলিশের মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক আইনে শ্রমিকদের বিরুদ্ধে মামলাটি করেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পোশাক কারখানার অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা যান শ্রমিক জাকির হোসেন। তিনি জিন্নাত নিট ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন। কর্তৃপক্ষের অপমানের কারণে জাকির আত্মহত্যা করেছেন অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে হন শ্রমিকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুর করলে পুলিশ টিয়ার গ্যাস ও ব্যাপক লাঠিপেটা করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন। কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শ্রমিক ও ১১ পুলিশ সদস্য আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শিল্প পুলিশের একজন সদস্য বাদী হয়ে ৬৫ জনের নামসহ অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত ২৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি