হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে শিশু ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ কারাগারে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে টঙ্গী পশ্চিম আরিচপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ওই বৃদ্ধের নাম আব্দুল হাকিম (৭৯)। তিনি টঙ্গীর আরিচপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে ওই এলাকায় শিশুটির পরিবার বাসা ভাড়া নেয়। বিকেলে আগের বাসা থেকে মালামাল নিয়ে নতুন বাসায় আসে। নতুন ভাড়া বাসায় কিছু মালামাল ও শিশুকে রেখে তার বাবা-মা আগের বাসায় যান। এ সময় বৃদ্ধ আব্দুল হাকিম ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে থানায় আনা হয়। শিশুটির মা বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ