হোম > সারা দেশ > গাজীপুর

মসজিদে নারীর সঙ্গে মাদ্রাসা শিক্ষকের শারীরিক সম্পর্কের অভিযোগ, বরখাস্ত ইমাম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ‘হিল্লা বিয়ে’ দিয়ে মসজিদের ভেতরে এক নারীর সঙ্গে এক মাদ্রাসা শিক্ষককে শারীরিক সম্পর্কের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার ওই ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া ইমাম হলেন কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন। শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশেকী, তিনি উপজেলার টেংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে বিরূপ মন্তব্য করতে থাকেন। মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্তের উদ্যোগ নেন মুসল্লিরা। গত শনিবার বিকেলে তাঁকে বরখাস্ত করে মসজিদ কমিটি।

ইমামকে বরখাস্তের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন। তিনি বলেন, গত শনিবার এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন। ওই নারী আমাদেরকে জানান, স্বামীর সঙ্গে ওই নারীর ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁরা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন।

কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে ‘হিল্লা বিয়ে’ দিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে মসজিদের সভাপতির কাছে অভিযোগ করেন ওই নারী।

মসজিদ সভাপতি আলফাজ উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও ইমাম কফিল উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক ইসমত আলী আশেকীর বক্তব্য পাওয়া যায়নি।

প্রচলিত ধারণা অনুযায়ী হিল্লা বিয়ে বলতে বোঝায়, স্ত্রীকে তালাক দেওয়ার পর কোনো স্বামী যদি ওই স্ত্রীকে নিয়ে আবারও সংসার করতে চান, তাহলে তালাক দেওয়া স্ত্রীকে আগে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন তিনি।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা