হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে টুপি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি ক্যাপ (মাথার টুপি) তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপস হেডওয়ার লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সাভির্সের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।

কারখানা সূত্রে জানা যায়, আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকেরা। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কের অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ও পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সাভির্সের মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সাভির্স কর্মীরা কাজ করছেন। 

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকেরা কারখানা থেকে বেড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে আমাদের শ্রমিকেরা আগুন নেভাতে কাজ করছে।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে