হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি

আহত শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় আজ রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকেরা জানায়, মহানগরীর সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা আজ সকালে কারখানায় কাজে যোগ দেন। কাজ করার সময় বেলা ১১টার দিকে কারখানায় পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অধিকাংশ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী জানান, পানি পান করার পর কিছু শ্রমিক অসুস্থবোধ করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বলছেন, ‘পানি পান করে অসুস্থ হয়েছেন। কিন্তু আমাদের কারখানায় হাউসিং মেইনটেইন করে থাকি।’ তিনি জানান, চিকিৎসকেরা বলেছেন এটি পানিবাহিত রোগ। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার পানি পান করে এক শর মতো শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি