হোম > সারা দেশ > গাজীপুর

প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে যুবক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে সালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুরে এক বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল গতকাল রোববার বিকেলে বন্ধু ওমর ফারুকের সঙ্গে তাঁর পারিবারিক কলহ সমাধান করতে একটি সালিসে যোগ দেন। সেখানে একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর। পরে তিনি ছুরি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে আরিফুল বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।

আশপাশের লোকজন পরে আরিফুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক আতিকুর বলেন, ‘আরিফুলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত