হোম > সারা দেশ > গাজীপুর

চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এ ঘটনা ঘটে। গতকাল রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। 

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একজন ইজিবাইকচালক। তাঁর পরনে লাল রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। 

এসআই জাকির বলেন, 'রাত ১০টার দিকে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে এক নৈশ প্রহরী যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে এক যুবকের 'বাঁচাও, বাঁচাও' চিৎকার শুনতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে ফোন করে বিষয়টি জানান। ইউপি সদস্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে।' 
এসআই জাকির আরও জানান, নিহতের গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ হত্যা করে সঙ্গে থাকা ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, এলাকার এক নৈশপ্রহরী কাজ থেকে বাড়ি ফেরার পথে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে কেউ একজন 'বাঁচাও, বাঁচাও' বলে কাঁদছেন। বিষয়টি তাঁকে জানাতে ফোন করেন ওই নৈশপ্রহরী। তিনি বিষয়টি জানার পর দ্রুত স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যান।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি