হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জখম ৩ পুলিশ সদস্য ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি

গাজীপুর থেকে তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল ফুয়াদ হাসান (৩০), মোরশেদ খান (৩০) ও এসআই প্রবীর (৪৫)। 

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদস্য ফুয়াদ হাসানের মুখমণ্ডলসহ ডান হাতের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। মোরশেদের পিঠ, পা ও দুই হাত এবং প্রবীরের মাথায় ও থুতনিতে আঘাত রয়েছে। 

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তাঁর মুখমণ্ডলের পাশাপাশি ডান হাতের কবজিও ক্ষতবিক্ষত। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মোরশেদ খান ও ফুয়াদ জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁদের শরীরে আগে থেকে ব্যান্ডেজ ছিল। ব্যান্ডেজ খুলে তাঁর ক্ষত জায়গাটি দেখা হচ্ছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। অপর পুলিশ সদস্য প্রবীরকে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে। 

এই পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে গাজীপুর বাসন থানার (পরিদর্শক তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় ওই তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীভাবে তাঁরা আহত হয়েছে জানা যায়নি। তাঁরা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি