হোম > সারা দেশ > গাজীপুর

কারখানার ওয়াশিং মেশিনের গরম পানিতে পড়ে ২ শ্রমিক দগ্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে গরম পানিতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর ভাদাম বাজার এলাকার তামিশনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইটাফিল ডাইং অ্যান্ড ওয়াশিং অ্যাকসেসরিজ লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন কারখানাটির ডাইং অ্যান্ড ওয়াশিং বিভাগের অপারেটর মোহাম্মদ হাসান (৪০) ও সহকারী অপারেটর খোকন মিয়া (৩৫)। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, আজ বিকেলে কারখানাটির ওয়াশিং সেকশনে কাজ করছিলেন ওই দুজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে ওয়াশিং মেশিনের ভেতর থাকা গরম পানি গায়ে পড়ে দগ্ধ হন তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সজল বলেন, এটি একটি দুর্ঘটনা। এখানে কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের চিকিৎসাসহ যাবতীয় ব্যয় বহন করবে।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত মঙ্গলবার কারখানাটির অপর এক ওয়াশিং অপারেট আবদুল কুদ্দুস একই মেশিনে থাকা গরম পানিতে দগ্ধ হয়ে মারা যান।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০