হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় মা-ছেলেসহ ৩ অটোযাত্রী নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজন হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী রত্না আক্তার (২৪) ও ছেলে শায়ান (৪) এবং একই উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তৌহিদুল (২৫)। আহত হয়েছেন তৌহিদুলের বাবা, মা তাছলিমা বেগম ও বোন সুবর্ণা আক্তার।

দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং অটোরিকশার চালক আলমগীর হোসেন পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস সামনে থেকে রিকশাটিকে চাপা দেয়। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌহিদুল ও শায়ানকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রত্নাকে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার