হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে যমজ দুই ভাই মিলে বন্ধুকে কুপিয়ে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় দুই যমজ ভাই মিলে এক বন্ধুকে কুপিয়ে একটি দশতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল সোমবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডের ইউনিক টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাব্বির হোসেন (২০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের মৃত মোশারফ উদ্দীনের ছেলে। তিনি এসএসসি পরীক্ষায় ফেল করার পর আর লেখাপড়া করেননি।

অভিযুক্ত দুই সহোদর হলেন রাকিব ও সাকিব (২৭)। তাঁরা কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তাঁরা যমজ ভাই। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডে ইউনিক টাওয়ারের ৯ সি ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে থাকেন রাকিব ও সাকিব। সোমবার বিকেলে রাকিব ও সাকিব তাঁদের পার্শ্ববর্তী এলাকার বন্ধু সাব্বিরকে নিয়ে আড্ডান জন্য ওই ভবনের দশম তলায় যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন তাঁরা। স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র, মুড়িভর্তি একটি পট এবং একটি বঁটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা মা-বাবাসহ পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, রাকিব ও সাকিব সাব্বিরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছাদ থেকে ফেলে দেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি। 

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত ও লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে রাকিব ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আজ মঙ্গলবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার