গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ। আজ শুক্রবার বিজয়ী ইউপি সদস্য আব্দুস সামাদ টাকার মালা গলায় পরে বিজয় মিছিল করেছেন। মিছিলে তাঁর কর্মী সমর্থকেরা অংশ নেন।
টাকার মালা পরে মিছিলের বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এই সভ্য সমাজে টাকার মালা গলায় নিয়ে এভাবে ঘুরে বেড়ানো ভালো বার্তা বহন করে না।
৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, ‘ভোটারদের সঙ্গে দেখা করতে গেলে কর্মী সমর্থকেরা জোর করে টাকার মালা পরিয়ে দিয়েছে।’
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান বলেন, ‘বিজয়ী হওয়ার পর এ ধরনের কর্মকাণ্ড অনেক জায়গায় হয়ে থাকে। তবে এ বিষয়গুলো বিজয়ী প্রার্থীদের এড়িয়ে চলা উচিত।’
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আব্দুস সামাদ (টিউবওয়েল প্রতীক) ৮৭৫ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন।