হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে জমি দখল করতে দেশীয় অস্ত্রের মহড়া, হামলায় আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এ সময় কুপিয়ে ও পিটিয়ে চারজনকে জখম করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ১৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে।

গতকাল শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন (৬০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত সমুর উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর পৌরসভার বাসিন্দা বিল্লাল হোসেন (৬০), নাজিম উদ্দিন (৩২), রিনা আক্তার (৩২) ও ফাতেমা (২৯)।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে তারা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। আজ আমার জমিতে বাড়ির কাজ শুরু করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে বেশ কয়েকজনকে জখম করে। তাদের ভয়ে এখন আমরা বাড়িছাড়া।’ 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন নাছির উদ্দীন নছু মিয়া (৪০), রিপন মিয়া (৩৫), আবুল হাসেম (৫৫), মো. আমির হোসেন (৪২), আব্দুল খালেক (৫০), মো. হাফিজ উদ্দিন হাবি (৩০), মো. কবির হোসেন (২৮), সোনালী (৩২), মো. সৌরভ (২৭), মো. সোহেল মিয়া (২২), এনামুল (২৭), তরিকুল ইসলাম রিপন (৪০), জসিম উদ্দিন (৪০), ফাইজুদ্দিন (৪৫), তাইজুদ্দিন (৪৮) ও ফাহিম (২২)। 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাসির উদ্দিন নছুর ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ