হোম > সারা দেশ > গাজীপুর

মেয়ের বাড়ি থেকে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আলীম খান গ্রেপ্তার

এ দেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের অপরাধে সাজাপ্রাপ্ত আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খান পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে। 

আলীম উদ্দিন খানের বিরুদ্ধে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে তাঁকে সাজা দেন আদালত। প্রত্যেকটি অপরাধের জন্য ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। 

মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খানের ছেলে সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মামলাটি আমি চালিয়ে আসছি। মামলার রায় হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। সর্বশেষ তিনি তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ (রোববার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। আমার বাবা বেঁচে থাকলে আরও খুশি হতেন।’ 

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিন আগে গ্রেপ্তারকৃত রাজাকার আলীম উদ্দিনের মেয়ের স্বামী মারা যান। এ সময় তিনি জনসম্মুখে উপস্থিত হলে অনেক মানুষ তাঁর বিষয়ে নিশ্চিত হয়ে হয়তো পুলিশকে খবর দিয়েছে। এরপর পুলিশের বেশ কয়েকজন সদস্য এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় আজ (রোববার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি