হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএসআর কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অবরোধ করেছেন এএসআর সোয়েটার কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ করেন। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সরকের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

কারখানার শ্রমিক শাহীন আলম বলেন, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেননি। একদিকে তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। 

নারী শ্রমিক সুইটি আক্তার বলেন, দেই দিচ্ছি করে তিন মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন না পাওয়ায় আমাদের বাসাভাড়া, থাকা খাওয়াতে খুবই কষ্ট হচ্ছে। বাসার মালিকেরা বাসা ছেড়ে দিতে চাপ দিচ্ছে, নয়তো ভাড়া পরিশোধ করতে বলছে। এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না। 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহার বলেন, বেতন ভাতার দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের বুঝিয়ে সরিয়ে নেওয়া হয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল শুরু হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। 

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য