হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএসআর কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অবরোধ করেছেন এএসআর সোয়েটার কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ করেন। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সরকের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

কারখানার শ্রমিক শাহীন আলম বলেন, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেননি। একদিকে তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। 

নারী শ্রমিক সুইটি আক্তার বলেন, দেই দিচ্ছি করে তিন মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন না পাওয়ায় আমাদের বাসাভাড়া, থাকা খাওয়াতে খুবই কষ্ট হচ্ছে। বাসার মালিকেরা বাসা ছেড়ে দিতে চাপ দিচ্ছে, নয়তো ভাড়া পরিশোধ করতে বলছে। এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না। 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহার বলেন, বেতন ভাতার দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের বুঝিয়ে সরিয়ে নেওয়া হয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল শুরু হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ