হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর বস্তিতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মসুদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকাল ৭টার দিকে টঙ্গীর একটি বস্তিতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার মাসুদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর একটি বস্তিতে থাকতেন। পেশায় একজন ট্রাকচালক। 

পুলিশ জানায়, শিশুটি সোমবার সকালে বস্তির সামনে গেলে মাসুদ তাকে তুলে নিয়ে কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। সন্ধ্যায় শিশুটি কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে তার মাকে বিষয়টি জানায়। পুলিশে খবর দিলে অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিশুটির বাবা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ‍৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দিই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ