হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন হবে কাল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট বক্সসহ অন্যান্য উপকরণ আজ বুধবার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে পৌছানো হলেও ব্যালট পেপার কাল সকালে যাবে। বিগত নির্বাচনে এ রকম চিত্র দেখা যায়নি। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে ১১ ইউনিয়নের ৪৪ জন চেয়ারম্যান, ৪০১ জন সাধারণ সদস্য ও ১১০ জন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২৩ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩০১ জন ও মহিলা ১ লাখ ৪৪ হাজার ৩৯৮ জন। কেন্দ্র প্রতি ভোটার সংখ্যা ২ হাজার ৩৩০ জন। মোট ৮২৮টি বুথ প্রতি গড় ভোটার সংখ্যা ৩৪৬ জন। পুরুষ ভোটারদের জন্য ভোটকেন্দ্র রয়েছে ৯৩টি ও মহিলাদের জন্য রয়েছে আলাদা ১৫ টি। 

নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে বিভিন্ন এলাকাতে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন প্রতিপক্ষের প্রার্থীরা। প্রচার-প্রচারণা করতে এক প্রার্থী আরেক প্রার্থীদের বাধা প্রদান করেছে। এ বিষয়ে থানায় ও নির্বাচন কমিশনের প্রায় ৩০ অধিক অভিযোগ দিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ অধিক প্রার্থীকে জরিমানা করা হয়। 
 
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার আজকের পত্রিকাকে জানান, শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। কাল সকালে সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। 

নির্বাচন বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান আজকের পত্রিকাকে জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ইউনিয়নের একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং চারটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একজন করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। একই সঙ্গে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা