হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম ফরিদ হোসেন (৩৯)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। ফরিদ টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

বুধবার সকালে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলী লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েক যুবক তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন। ঘটনাটি দেখতে পেয়ে সড়কে চলাচলকারী লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তউদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী দাস বলেন, ফরিদের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০