হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানার দক্ষিণ মান্দারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আজ শনিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১০ সালে গাজীপুরের টঙ্গী এলাকায় বন্ধুদের নিয়ে হাসান (১৪) নামের এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করেন আমির হোসেন। এ ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান আমির হোসেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ