হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানার দক্ষিণ মান্দারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আজ শনিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১০ সালে গাজীপুরের টঙ্গী এলাকায় বন্ধুদের নিয়ে হাসান (১৪) নামের এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করেন আমির হোসেন। এ ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান আমির হোসেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি