হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পিস্তলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম নূরুল ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার হারুন মিয়ার ছেলে। 

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, রোববার ভোরে মাজার বস্তি এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে বস্তির একটি ঘর থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তিনি আরও জানান, নূরুল ইসলাম টঙ্গীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ