হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পিস্তলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম নূরুল ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার হারুন মিয়ার ছেলে। 

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, রোববার ভোরে মাজার বস্তি এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে বস্তির একটি ঘর থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তিনি আরও জানান, নূরুল ইসলাম টঙ্গীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ