হোম > সারা দেশ > গাজীপুর

দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না: ৩ শিক্ষার্থীর মৃত্যু প্রসঙ্গে আইইউটির প্রো-ভিসি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইইউটির প্রো-ভিসি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।

আজ সকালে শ্রীপুরে বাস বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক রাকিবুল ইসলাম।

আইইউটির প্রো-ভিসি আরও বলেন, ‘বাকি যারা শিক্ষার্থী রয়েছে, তাদের কীভাবে বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পৌঁছানো যায়; যারা আহত হয়েছে, তাদের কীভাবে চিকিৎসা করানো যায়, সেদিকে নজর দিতে হবে।’

প্রো-ভিসি রাকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান আমি নিজেই। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার ও কন্ট্রোলার রয়েছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আপাতত মামলার বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারব না।’

উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে আইইউটির বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মারা যান। তাঁরা হলেন, মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০