হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, প্রায় ১১ লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ফারুক তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে বলে এই অভিযোগ করেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের লোহার গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাত দল। তাদের কাছে থাকা পিস্তল, ধারালো অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, ১১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে বেরিয়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

বাড়ির মালিক ফারুক অভিযোগ করে বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ছয়-সাতজন ডাকাত পিস্তল ও ধারালো ছুরি দেখিয়ে আমার ছেলে ও পরিবারের অন্যদের জিম্মি করে সব লুটে নেয়। বৃহস্পতিবার ভোরে পুলিশে খবর দিই। ডাকাতির মামলা করব।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার সময় বাড়ির সিসিটিভি বন্ধ ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত