হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার আজকের পত্রিকাকে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০