হোম > সারা দেশ > গাজীপুর

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা। আজ বুধবার সকাল ৮টা থেকে অবরোধ চলছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

নিহত পোশাকশ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ছিলেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দিতে কারখানায় আসছিলেন জান্নাতুল। পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার নিকটবর্তী স্থানে একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন। এ ঘটনার পরপরই পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, জান্নাতুল ফেরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে ছুটির জন্য কারখানার এপিএম মতিউর রহমানের কাছে আবেদন করেন। তবে ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে বিদায় করা হয়। পরদিন সকালে কাজে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় আসার পথে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩