হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হারপিক পানে গৃহবধূর মৃত্যু

পারিবারিক কলহে গাজীপুরের শ্রীপুরে হারপিক পান করে কাকলি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত গৃহবধূ উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাবুল হোসেন লাভলুর স্ত্রী। তার বাবার নাম আলী আক্কাস তালুকদার, বাড়ি নেত্রকোনা জেলায় আটপাড়া উপজেলার পানিয়াজান পূর্বপাড়া গ্রামে। 

এর আগে গত ৩ মার্চ ওই গৃহবধূ হারপিক লিকুইড পান করে অসুস্থ হলে স্বজনরা প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগে ছিল। এই জেরে গৃহবধূ কাকলী আক্তার হারপিক লিকুইড খেতে পারেন।’ 

শ্রীপুরে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে গত ৩ মার্চ হারপিক লিকুইড পান করে অসুস্থ হয়ে পড়ে গৃহবধূ কাকলী। এরপর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃতের বাবার বাড়ির লোকজনের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে