হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মাছের খামারে ডুবে প্রাণ গেল সহোদর দুই শিশুর 

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। 

মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)। 

স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’

দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’ 

খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’

খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ