হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কারখানায় শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে আরজিআর সোয়েটার কারখানায় গোলজার হোসেন গোলাপ (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গোলজার হোসেন গোলাপ নওগাঁ জেলার খালনা গ্রামের মো. সমশের আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর শহরের মাধখলা এলাকায় আরজিআর সোয়েটার কারখানায় কোয়ালিটি ডিপার্টমেন্টে (কিউএডি) কাজ করতেন।

কারখানার শ্রমিকেরা জানান, আরজিআর সোয়েটার কারখানায় গোলজার হোসেন গোলাপের মৃত্যু হয় রহস্যজনকভাবে। নিহতের বাড়ি নওগাঁ জেলায়। এ সময় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কিন্তু কারখানা কর্তৃপক্ষ বলছে, হার্ট অ্যাটাকে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের জান্নাতুল ফেরদৌসী জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এই বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে শ্রমিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি